Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক আর নেই

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২১
সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক আর নেই

ছবি: সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার

ঢাকা (১০ ফেব্রুয়ারি): সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা তিনটায় তিনি দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

জয়নুল হক সিকদার দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। 

জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শিল্প-উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি সমাজসেবায় জয়নুল হক সিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জয়নুল হক সিকদার প্রথম প্রজন্মের ব্যাংক ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। জয়নুল হক সিকদারের গড়া সিকদার গ্রুপের ব্যবসা ছড়িয়ে আছে ব্যাংক ও বীমা, বিদ্যুৎ, ইকনোমিক জোন, এভিয়েশন, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মত নানা খাতে।

এর সহযোগী কোম্পানির মধ্যে রয়েছে পাওয়ার প্যাক পোর্টস, পাওয়ার প্যাক ইকনোমিক জোন, সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার প্যাক হোল্ডিংস, সিকদার রিয়েল এস্টেট ও মাল্টিপ্লেক্স হোল্ডিংস।   

জয়নুল হক সিকদার কয়েকটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠান করেছেন। ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট সিকদার গ্রুপেরই একটি প্রকাশনা।   

জয়নুল হক সিকদারের ছেলেদের মধ্যে রিক হক সিকদার ও রন হক সিকদার এ গ্রুপের পরিচালক। আর মেয়ে পারভীন হক সিকদার সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়