Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মাছের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন সিকৃবির ড. মামুন

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাছের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন সিকৃবির ড. মামুন

সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২১
মাছের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন সিকৃবির ড. মামুন

ড. মো. আবদুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সিলেট (১১ ফেব্রুয়ারি): মাছ মড়ক থেকে রক্ষা করতে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার উপযোগী ভ্যাকসিন উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন।

গবেষণায় দেখা গেছে 'বায়োফ্লিম' নামে এ ভ্যাকসিন মিঠা পানিতে চাষ করা মাছের এরোমোনাস হাইড্রোফিলা নামক ব্যাকটেরিয়াজনিত ক্ষত, আলসার, পাখনা ও লেজ পঁচা রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর।

জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ফিনল্যান্ড, চিলিসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৮ প্রজাতির মাছে ২৮ ধরনের ভ্যাকসিন বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার হলেও বাংলাদেশে প্রথমবারের মতো এই ভ্যাকসিন মৎস্য চাষে নবদিগন্তের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মূলত মিঠাপানির বিভিন্ন মাছসহ পাঙ্গাস মাছের ব্যাকটেরিয়াজনিত মড়করোধে এই বায়োফ্লিম ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ভ্যাকসিন খাওয়ানোর পর মাছের প্রত্যাশিত মড়ক রোধ করা সম্ভব।

বায়োফ্লিম একটি ব্যাকটেরিয়াজনিত ভ্যাকসিন। প্ল্যাক্টোনিক ব্যাকটেরিয়াকে ল্যাবরেটরিতে বায়োফ্লিম পর্যায়ে নেয়ার মাধ্যমে অনুজীবের নিজস্ব রোগ প্রতিরোধে বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে এ ভ্যাকসিন তৈরি করা হয়েছে।

গবেষক ড. মামুন জানান, পাঙ্গাস মাছের উপর গবেষণা করে ভ্যাকসিনটি উদ্ভাবন করা হলেও এটি মিঠাপানিতে চাষযোগ্য ইন্ডিয়ান মেজর কার্প যেমন রুই, কাতলা, কই, শিং প্রভৃতি মাছের ক্ষেত্রে খুবই কার্যকরী।

তিনি বলেন, 'প্রথমে গবেষণাগারে তৈরি বায়োফ্লিম ভ্যাকসিন নির্দিষ্ট মাত্রায় মাছের খাবারের সাথে মিশিয়ে একটি নির্দিষ্ট সময় ধরে খাওয়াতে হবে। পাঙ্গাস মাছের ক্ষেত্রে এ ভ্যাকসিন ৮৪ ভাগ কার্যকরী বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।'

অচিরেই ভ্যাকসিনটি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়