মানবিক বিবেচনায় সিকদার গ্রুপের এমডির জামিন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার
ঢাকা (১২ ফেব্রুয়ারি): মানবিক বিবেচনায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে তাকে জামিন দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।
আদালত জামিন দেওয়ায় এখন তিনি মুক্ত হয়ে বাবার জানাজায় অংশ নিতে পারবেন।
আদালত সূত্র জানিয়েছে, বাবার জানাজায় যাতে অংশ নিতে পারেন, সেজন্য পাঁচ হাজার টাকার মুচলেকায় দুজনের জিম্মায় রনের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে আদালত এ মামলার শুনানির জন্য ১০ মার্চ দিন ধার্য্য করেছে।
দুপুর আড়াইটার দিকে রন হককে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের এসআই রিপন উদ্দিন। তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশ। রন হকের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিকেলে আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
শুক্রবার ঢাকায় আসার পর বিমানবন্দর থেকে রন হক সিকদারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
রনকে গ্রেফতারের পর গুলশান ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন গণমাধ্যমকে বলেছিলেন, রন দুবাই থেকে আজ সকালে বাংলাদেশে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পার হওয়ার পরই তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেফতার করা যায়নি।
এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ মে রাজধানীর গুলশান থানায় মামলা করেছিলো ব্যাংক কর্তৃপক্ষ।