বায়তুল মোকাররম এলাকায় মুসল্লিদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
ফ্রান্সে মহানবীকে অবমাননা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২ নভেম্বর): ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদে বায়তুল মোকাররম, পল্টন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। তবে অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় এসে জড়ো হন। তারা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
মুসল্লিদের বিক্ষোভের কারণে পল্টন থেকে কাকরাইল, গুলিস্তানসহ এর আশপাশের সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেওয়ায় পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তাদের ঠেকাতে শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই মিছিলকে কোনোভাবেই গুলশানে দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না।
ঢাকা মহানগার পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, “হেফাজতের নেতাকর্মীরা পুরো এলাকায় অবস্থান করছে। ফলে বায়তুল মোকাররম উভয়পাশে, গুলিস্তান, নাইটিঙ্গেল মোড় ও প্রেসক্লাব দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।”
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।’
ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
এর অংশ হিসেবে শুক্রবার জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে ‘সম্মিলিত ইসলামি দলগুলো’ ব্যানারে এক সমাবেশ থেকে ২ নভেম্বর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী।
সে অনুযায়ী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সোমবার সকাল থেকে বায়তুল মোকাররমের উত্তর গেইটে জড়ো হতে থাকেন।