বাহারি সাজে বসন্ত বরণ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব, ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৪ ফেব্রুয়ারি): আজ পহেলা ফাল্গুন। দু:সময়েও নব প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে এসেছে বসন্ত। আর সেই বার্তাকে পৌঁছে দিতে সমস্ত গ্লানি, জীর্ণতাকে মুছে ফেলে ধরণীও সেজেছে নতুন রঙে। পলাশ, শিমুল গাছে লেগেছে আগুন রঙের খেলা। চলছে লাল শিমুলে সবুজ টিয়ার উড়াউড়ি।
সেইসঙ্গে প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে নগরবাসীও সেজেছে লাল হলুদে। খোঁপায় লাল গোলাপ পাশে প্রিয়জন, কখনোবা বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে চলছে দিবসটিকে স্মৃতিময় করে রাখার চেষ্টা।
প্রতিবছর জাঁকজমকভাবে উদযাপিত হলেও এবছর করোনা মহামারীর কারণে সে উৎসবে কিছুটা ভাটা পড়েছে। তবে এর মধ্যেও রবিবার উৎসব উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় স্বল্প পরিসরে পালিত হচ্ছে বসন্ত উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলার পরিবর্তে এবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ। সেখানে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে পালিত হয়েছে ‘বসন্ত উৎসব ১৪২৭’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী নন্দন মঞ্চে পালিত হচ্ছে ‘বসন্ত উৎসব ২০২১’।
এ ছাড়া শাহবাগ, বেইলী রোড, বনানী সহ বিভিন্ন জায়গায় চলছে বসন্ত বরণের আয়োজন। নগরের অলিতে গলিতে ফুল দোকানিরাও সাজিয়ে বসেছেন ফুলের পসরা। আজকের দিনে প্রিয়জনকে একগুচ্ছ ফুল উপহার দিতে চলছে ফুল কেনাবেচা। ফুলে ফুলে সেজে উঠেছে নগরী। যেন অতি কর্মব্যস্ত জীবনেও লেগেছে বসন্তের ছোঁয়া। তরুণ-তরুণীদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন উদ্যান, পার্ক, খাবারের দোকানগুলো মুখর হয়ে উঠেছে কোলাহলে।
অন্যান্যবারের তুলনায় স্বল্প পরিসরে হলেও বসন্তকে বরণ করে নিতে ভুলেনি নগরবাসী। যান্ত্রিক জীবনে প্রিয়জনকে সাথে নিয়ে চলছে বসন্ত বরণের যত আয়োজন।