Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২১
একুশে পদক পেলেন ২১ বিশিষ্ট নাগরিক

ফাইল ফটো

ঢাকা (২০ ফেব্রুয়ারি): বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের একুশে পদক পেলেন ২১ জন বিশিষ্ট নাগরিক। শনিবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ২১ জনের হাতে একুশে পদক তুলে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ বছর ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক পেয়েছেন তিনজন। এরা হলেন মোতাহার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার), শামছুল হক ও আফসার উদ্দীন আহমেদ (অ্যাডভোকেট)।

শিল্পকলায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন সাতজন। এরা হলেন বেগম পাপিয়া সারোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দীন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি) ও পাভেল রহমান (আলোকচিত্র)।

মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন তিনজন। এরা হলেন, গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)।

সাংবাদিকতায় অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন অজয় দাশগুপ্ত। গবেষণায় অধ্যাপক ড. সমীর কুমার সাহা, শিক্ষায় বেগম মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান।

ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন তিনজন। এরা হলেন, কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী ও গোলাম মুরশিদ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়