করোনায় ১০ মাসের মধ্যে সর্বনিন্ম মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (১৯ ফেব্রুয়ারি): দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০ মাসের মধ্যে একদিনে সর্বনিন্ম। আগের দিন করোনায় মৃতের সংখ্যা ছিল ৮। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৪২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে শনাক্ত হয়েছেন ৩৫০ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৪০৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৩ হাজার ২৪ জনে।
এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন হয়েছে।
সপ্তাহভিত্তিক স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে সাত দিনে নমুনা পরীক্ষার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ০ দশমিক ১৯ শতাংশ কমেছে। কিন্তু রোগী শনাক্তের হার বেড়েছে ১০ দশমিক ৫০ শতাংশ।