আল জাজিরার তথ্যচিত্র সারাতে হাইকোর্টের নির্দেশনা পাইনি: ফেসবুক
|| বিজনেস ইনসাইডার
ছবি: ফেসবুকের লোগো
ঢাকা (২০ ফেব্রুয়ারি): আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স মেন’ তথ্যচিত্রটি সরিয়ে নিতে আমরা বিটিআরসি'র কাছ থেকে হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এ বিষয়ে কোনো বিবৃতি দেইনি।
শনিবার রাতে ফেসবুক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, আল জাজিরার যেকোন প্রতিবেদন সুনির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া সরানো সম্ভব নয়। যদি এ সংক্রান্ত আদালতের কোনো নির্দেশনা আসে তাহলে ফেসবুক সেটি বিবেচনা করবে।
এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জাব্বার বলেছিলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে ই-মেইল বার্তার মাধ্যমে তা জানানো হয়। এছাড়া ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তার সঙ্গেও ভাচুর্য়াল মাধ্যমে আলাপ হয়। এরপর ফেসবুক এবং ইউটিউব থেকে জানানো হয়, তারা আল জাজিরার এই তথ্যচিত্র সরানোর বিষয়টি তাদের রিভিউ প্যানেলে পর্যালোচনার জন্য পাঠিয়েছে।