Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
একদিনে আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে

বুধবার

১৫ জানুয়ারি ২০২৫


২ মাঘ ১৪৩১,

১৫ রজব ১৪৪৬

একদিনে আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৭, ২৯ মে ২০২৩  
একদিনে আরও ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে বাড়ছে ডেঙ্গু। সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ  সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগেরদিন একই সময়ে ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

নতুন শনাক্তদের মধ্যে ৫৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১৪ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২৬ জন ডেঙ্গু রোগী আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৮ জন এবং অন্যান্য বিভাগে ২৮ জন ভর্তি রয়েছেন।
 
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬০৮ জন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬০৪ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়