আজ ঐতিহাসিক ৭ মার্চ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ
ঢাকা(০৭ মার্চ): ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মারক হিসেবে দিনটি স্মরণীয় হয়ে আছে। এইদিনে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে বাঙালি জাতিকে স্বাদীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়েছিলেন।
বিশাল জনসভায় দাঁড়িয়ে দরাজ কন্ঠে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বাঙালি তড়িৎ গতিতে বঙ্গবন্ধুর এই ডাকে সাড়া দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণে বাঙালি পেয়েছিলো স্বাধীনতার দিকনির্দেশনা। স্বাধীরনতার ডাক দ্রুত ছড়িয়ে পড়ে সারাদেশে।
বঙ্গবন্ধুর একাত্তরের ৭ মার্চ দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিলো পরবর্তী আন্দোলনের, স্বাধীনতার বীজমন্ত্র। একইসঙ্গে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয়ও তৈরি করেছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক এই দিনটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ওইদিন বঙ্গবন্ধু বিকাল ৩টা ২০ মিনিটে রেসকোর্স ময়দানে উপস্থিত হন। অগণিত মানুষের উপস্থিতিতে রেসকোর্স ময়দানের কানায় কানায় পূর্ণ ছিলো। ময়দান জুড়ে ছিলো ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’। মাত্র ১৯ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য পূর্ববর্তী পুরো ইতিহাস উপস্থাপন করে বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ আসলে জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণ ছিলো বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। এই ঘোষণার পরেই তৎকালীন পুর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।
রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
এছাড়া এবারই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয়ভাবে ঐতিহাসিক ৭ মার্চ পালন করার ঘোষণা দিয়েছে।