আর্ন্তজাতিক নারী দিবসে জয়িতা সম্মাননা পাচ্ছেন ৫ জন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা , পিআইডি
ঢাকা (০৭ মার্চ): আন্তজার্তিক নারী দিবসে জয়িতা সম্মাননা পাচ্ছেন স্ব স্ব ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন নারী। আগামিকাল সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিতব্য আন্তজার্তিক নারী দিবসের অনুষ্ঠানে এই ৫ নারীকে সম্মাননা দিবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়।
এবারের দিবসটির প্রতিপাদ্য ,‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
আন্তজার্তিক নারী দিবস-২০২১ উপলক্ষে সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী নিজে সম্মাননা প্রাপ্ত ৫ জনকে সম্মাননা পদক, প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেষ্ট ও সনদ দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের নাম ঘোষণা করে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, এ বছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বরিশাল বিভাগ থেকে বরিশাল জেলার হাছিনা বেগম নীলা।
শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হলেন রাজশাহী বিভাগের বগুড়া জেলার মিফতাহুল জান্নাত।
সফল জননী হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মোসাম্মৎ হেলেন্নছা বেগম।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার রবিজান।
এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন খুলনা বিভাগের নড়াইল জেলার অঞ্জনা বালা বিশ্বাস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, নারী অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য দিবসটির গুরুত্ব অপরিসীম।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়নের শুরু। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়ন,ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় সময়োপযোগী বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি ২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০-৫০ এ উন্নীত করার অঙ্গীকার করেন।
সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, অতিরিক্ত সচিব ফরিদা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।