রোববার

০৮ সেপ্টেম্বর ২০২৪


২৪ ভাদ্র ১৪৩১,

০৪ রবিউল আউয়াল ১৪৪৬

গাজীপুরে চলন্ত বাসে দুর্বৃত্তের আগুন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:১৮, ৪ ডিসেম্বর ২০২৩  
গাজীপুরে চলন্ত বাসে দুর্বৃত্তের আগুন

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনাদের ডাকা নবম দফার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের জন্য অভিযান চলছে।

বাসের সহকারী জিয়াউর রহমান জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকাগামী বাসটি জিরানি বাজার পৌঁছালে পেছনের সিটে হঠাৎ আগুন দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। এতে বাসের পেছনের কিছু  অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়