মুশতাক ও কিশোর বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত চায় আসক
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: আইন ও সালিশ কেন্দ্রের লোগো
ঢাকা (১০ মার্চ): রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমদের মৃত্যু এবং কার্টুনিস্ট কিশোর গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে অবিলম্বে বিচারবিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার গণমাধ্যমে পাঠানো আসক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমদের মৃত্যুর কারণ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদনে এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে টানা দশমাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে কার্টুনিস্ট কিশোর গ্রেফতারের পর তাকে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। কিশোরের অভিযোগ কর্তৃপক্ষ নাকচ করে দিলেও এখন পর্যন্ত এমন গুরুতর অভিযোগ খতিয়ে দেখার জন্য সরকারের পক্ষ থেকে আসক কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছে না।
এ অবস্থায় আসক অবিলম্বে একটি বিচারবিভাগীয় কমিটির মাধ্যমে তাদের গ্রেফতার প্রক্রিয়া, নির্যাতন ও মুশতাক আহমদের মৃত্যুর কারণ নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছে।