করোনায় সিলেট-৩ আসনের এমপির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
মাহমুদ উস সামাদ চৌধুরী। ছবি:সংগৃহীত
ঢাকা (১১ মার্চ): করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাহমুদ উস সামাদ চৌধুরী ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ জানান, রবিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মাহমুদ উস সামাদ চৌধুরীকে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ফলাফল পজিটিভ আসে এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয়।
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ১০ ফেব্রুয়ারি টিকা নিলেও তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কিন্তু এক সপ্তাহ ধরে অসুস্থতা বোধ করলে ৭ মার্চ সিলেট থেকে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান এই সংসদ সদস্য।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।