লকডাউনের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
ঢাকা (১৮ মার্চ): করোনাভাইরাস প্রতিরোধে দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস্ উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোবাইল কোর্ট পরিচালনা করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ বাড়বে না।'
তিনি বলেন, দেশ থেকে করোনা চলে যায়নি। সবাইকে নো মাস্ক, নো সার্ভিস পলিসি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
জাহিদ মালেক বলেন, 'দেশব্যাপী সামাজিক দূরত্ব নিশ্চিত, মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনায় স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণ রোধ করা যায়, এটা জানা থাকলেও মানুষ অসচেতনভাবে চলাফেরা করছে।'
করোনায় আক্রান্তের সংখ্যা কমাতে চাইলে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান না করার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 'করোনা থেকে বাঁচা ও চিকিৎসার উপায় আমরা জানি। কিন্তু সব জেনেও আমরা মানি না। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতি থাকবে না। সমস্যার সৃষ্টি হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।'
অনুষ্ঠানে এজিডব্লিউইবির আয়োজনে আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় প্রত্যেক নার্সের হাতে সম্মাননা ক্রেস্ট এবং ৫০ হাজার টাকার চেক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সচিব মো. আলী নূর, এজিডব্লিউইবি’র সভাপতি মৌসুমি ইসলাম প্রমুখ।