হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
![হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন হিট অ্যালার্ট বাড়ল আরও ৩ দিন](https://www.businessinsiderbd.com/media/imgAll/2023October/7-1-20230417103750-2404250517.jpg)
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এতে প্রচণ্ড দাবদাহে মানুষ, পশু-পাখির নাকাল অবস্থা এখনই শেষ হচ্ছে না। ফলে চলমান হিট অ্যালার্ট (তাপপ্রবাহ) আরও তিন দিন বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় দেয়া আবহাওয়া অধিদফতরের জারি করা তাপপ্রবাহের সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগের জারি করা তিন দিনের হিট অ্যালার্ট শেষে গতকাল বুধবার থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর।
বলেছে, আগামী তিন দিনেও চলমান তাপপ্রবাহ বয়ে যাবে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয়, প্রয়োজন বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি। আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দফতরের।