২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার তথ্য মিথ্যা: স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
স্বাস্থ্য মন্ত্রনালয়
ঢাকা (২১ মার্চ): আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে যে তথ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার দুপুরে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে দেখানো হয়, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।
এর কিছুক্ষণ পরেই স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিছু কিছু টেলিভিশন চ্যানেলে আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।
নিউজ স্ক্রলটি দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।