তিস্তা চুক্তি নিয়ে ভারতকে ’প্রেসারে’ রেখেছি : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: পিআইডি
ঢাকা (২৪ মার্চ): তিস্তা চুক্তি নিয়ে ভারতকে প্রেসারে রেখেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তিস্তা চুক্তির খসড়ায় সই হয়েছিল। আর যে খসড়ায় সই হয় সেটা বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়।
ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের ঢাকা সফর নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের একটি নদী থেকে আমরা সেচের জন্য পানি চেয়েছি। সেই পানি পেলে ৫ হাজার একর জমি চাষ সম্ভব হবে। এটা নিয়ে আলোচনা চলছে।
তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায়। এটা দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয়ভাবে হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, ভুটানে আমরা কম মূল্যে ব্যান্ডউইথ রপ্তানি করব। এ ছাড়া ভুটানের সঙ্গে সড়ক, আকাশ, নৌ, রেলপথে কানেক্টিভিটি বাড়াতে উভয় পক্ষ একমত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ভুটানের শিক্ষার্থীদের বাংলাদেশে ভিসার মেয়াদ এককালীন বাড়ানোর জন্য ভুটানের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন। তার এই প্রস্তাবে আমরা সম্মতি দিয়েছি।
সংবাদ সম্মেলনে ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম উপস্থিত ছিলেন।