Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মোদির সফরে পাঁচটির বেশি চুক্তি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোদির সফরে পাঁচটির বেশি চুক্তি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৮, ২৫ মার্চ ২০২১   আপডেট: ২৩:৩৬, ২৫ মার্চ ২০২১
মোদির সফরে পাঁচটির বেশি চুক্তি হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: পিআইডি

ঢাকা (২৫ মার্চ): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে পাঁচটির বেশি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ইতোমধ্যে কিছু বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় এসেছে। যেগুলো নিয়ে এখনও সমঝোতা আসেনি, সেগুলো নিয়েও দেন-দরবার চলছে। 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মোদির সফর মূলত বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে। তবুও আমাদের পক্ষ থেকে কিছু বিষয় থাকবে। এক দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন আরেক দেশে সফরে যান তখন এমন চুক্তি স্বাক্ষরের বিষয় থাকে, এবারও থাকবে।

মোদির সফরবিরোধী আন্দোলন দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না উল্লেখ করে ড. মোমেন বলেন, 'সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুই দেশের বেশির ভাগ সাধারণ মানুষ এতে খুশি। প্রেসক্লাবের সামনে দুই-চার জন এনে বিক্ষোভ করলে কী হবে? দুই দেশের সম্পর্কে সেটির কোনো প্রভাব পড়বে না। রাষ্ট্রীয় অতিথি যাঁরা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়