রোববার

০৬ অক্টোবর ২০২৪


২১ আশ্বিন ১৪৩১,

০২ রবিউস সানি ১৪৪৬

প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই‌য়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০১, ৭ জুলাই ২০২৪  
প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই‌য়ের সম্ভাবনা

সংগৃহিত

 

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (৮ জুলাই) চার দিনের চীন সফরে যাচ্ছেন। যার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ৮ থেকে ১১ জুলাই তার এই সফরে ঢাকা-বেইজিং উভয়পক্ষই বেশ কয়েকটি বিষয়ে প্রাধান্য দিচ্ছে।

সরকারপ্রধানের সফরে দুই দেশের মধ্যে ২০‌টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে আজ রোববার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৮ থেকে ১১ জুলাই চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরে প্রায় ২০‌টির মতো সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরে কিছু প্রকল্প ঘোষণা করা হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়