Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না আন্দোলনকারীরা

বৃহস্পতিবার

৩১ অক্টোবর ২০২৪


১৬ কার্তিক ১৪৩১,

২৭ রবিউস সানি ১৪৪৬

সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জুলাই ২০২৪  
সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না আন্দোলনকারীরা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নাকোচ করে দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়েকরা। আজ বৃহস্পতিবার সংসদের টানেলে আইনমন্ত্রী আনিসুল হক একটি সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের সংলাপের আহ্বান জানালে তার পরিপ্রেক্ষিতে কোটা আন্দোলনের সমন্বয়করা বলেন, খুন হওয়া তাদের ভাইয়ের রক্ত মাড়িয়ে তারা কোনো সংলাপে বসবেন না।

আইনমন্ত্রী আনিসুল হক সংবাদমাধ্যমে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যখনই সময় দেবে তখনই বৈঠক করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ভাইয়ের রক্ত মাড়িয়ে আমরা কোনো সংলাপে বসব না। এই সংলাপ আরও আগে হওয়া উচিত ছিল। এখন আর কোন সংলাপ হবে না।

আরেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, কাদের সঙ্গে সংলাপে বসব? আমার ভাইদের যারা পাখির মতো গুলি করে মেরেছে তাদের সঙ্গে? তিনি বলেন, শহীদের রক্তের সঙ্গে বেঈমানী করতে পারব না। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ মদদে এই গনহত্যা চলছে।

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমাদের মৃত্যু শ্রেয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়