আবু সাইদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুনসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার রংপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী।
মামলাটি গ্রহণ করে বিজ্ঞ বিচারক অভিযোগটি হত্যা মামলার এজাহার হিসেবে রেকর্ড করার জন্য রংপুর মেট্রোপলিটান তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলা দায়ের করে বাদী পক্ষের আইনজীবী রায়হানুজ্জামান এ্যাডভোকেট জানান, সারাদেশ এমন কি বিশ্ববাসী দেখেছে কিভাবে বেরোবি শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়াও অজ্ঞাত হিসেবে আরও ৩০/৩৫ জনের কথা উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী নিহত আবু সাইদের বড় ভাই বলেন, আমরা বেশ কিছুদিন ধরে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু পরিবেশ পরিবেশ অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। তিনি আসামিদের ফাঁসি দাবি করেন।