Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মহানবী এসেছিলেন অন্ধকার দূর করতে: ধর্মসচিব

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহানবী এসেছিলেন অন্ধকার দূর করতে: ধর্মসচিব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৩০, ১৬ নভেম্বর ২০২০  
মহানবী এসেছিলেন অন্ধকার দূর করতে: ধর্মসচিব

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৫ নভেম্বর): ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। জগতে আলো ছড়িয়ে সকল অন্ধকারকে জয় করতেই মহান আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। রোববার ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ ইমাম প্রশিক্ষন একাডেমির মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠান ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, রাসূল (সা) ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্নতা দান করে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের তাঁর দেখানো জীবনাচরণ ও আদর্শ মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার বলেন, মহানবীর জীবনাচরণ যাতে আমরা সবসময় ধারণ করতে পারি সেই লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আল্লামা মুফতি রুহুল আমীন বলেন, আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে সফলতার আলোয় আলোকিত হব যখন আমরা মহানবীর জীবনাচরণ ও আদর্শ ধারণ করতে পারব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।        

অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনলাইনভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চারটি বিভাগ থেকে মোট ১৫ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রায় ২ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়