মুরুব্বিরা আমির বানাইয়া দিছে : বাবুনগরী
চট্টগ্রাম ব্যুরো || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম (১৫ নভেম্বর): নিজের অনিচ্ছা থাকলেও সংগঠনের শীর্ষ নেতাদের অনুরোধে পদটি নিতে হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নতুন আমির জুনাইদ বাবুনগরী। রোববার হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করার পর তিনি এ কথা জানান।
জুনাইদ বাবুনগরী বলেন, “আমাকে আমির না করার জন্য আমি বলেছি। তারপরেও এই মুরুব্বিরা আমির বানাইয়া দিছে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার কমিটির ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন।”
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী ছিলেন হেফাজতের আমির। তিনি ওই মাদ্রাসার মহাপরিচালকও ছিলেন।
ওই মাদ্রাসারই শিক্ষক বাবুনগরী কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতের মহাসচিব ছিলেন। তবে এই বছরের মাঝামাঝিতে শফীর ছেলে আনাস মাদানির সঙ্গে দ্বন্দ্বে মাদ্রাসার পদ হারান বাবুনগরী, তবে হেফাজতের মহাসচিবের পদে থেকে যান। ওই ঘটনার জের ধরে এক দল মাদ্রাসা শিক্ষার্থীর বিক্ষোভের মুখে মাদ্রাসার মহাপরিচালকে পদ ছাড়েন আহমদ শফী; তার ছেলে আনাস মাদানিকেও বরখাস্ত করা হয়। এরপর বাবুনগরী আবার মাদ্রাসার পদে ফেরেন।
হাটহাজারী মাদ্রাসার কর্তৃত্ব হারানোর পরদিনই আহমদ শফী মারা গেলে হেফাজতের আমিরের পদ শূন্য হয়। এই অবস্থায় শফীর অনুসারীদের বিরোধিতার মুখে বাবুনগরীরা রোববার সম্মেলন আয়োজন করে নতুন কমিটি গঠন করেন। এই সম্মেলনে শফীর ছেলে আনাস মাদানিও আমন্ত্রণ পাননি।