মাস্ক নিশ্চিত করবে ভ্রাম্যমাণ আদালত: মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১৬ নভেম্বর): করোনাভাইরাস মহামারীর মধ্যে রাজধানীতে মাস্ক ব্যবহার নিশ্চিত করবে ভ্রাম্যমান আদালত। বাড়ির বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা না মানায় ঢাকায় সরকার ভ্রাম্যমাণ আদালত নামাতে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। অলরেডি আমরা গতকাল (রোববার) বলে দিয়েছি যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল-এনফোর্সিং এজেন্সি যাতে আরেকটু স্ট্রং হয়।”
সবার মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় কবে থেকে ভ্রাম্যমাণ আদালত নামবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যে দেখা যাবে।”