উত্তরায় নির্মাণাধীন বাড়িতে বোমা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২০ নভেম্বর): উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কে একটি নির্মাণাধীন বাড়ির নিচতলায় অবিস্ফোরিত কিছু বোমার সন্ধান পেয়েছে পুলিশ। সেগুলো নিস্ক্রিয় করতে ঘটনাস্থলে কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
উত্তরা জোনের ডিসি ডিবি কাজী শফিকুল আলম শুক্রবার সন্ধ্যায় বলেন, নির্মাণাধীন একটি বাড়ির নিচতলায় অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। সেগুলো নিস্ত্রিয় করার চেষ্টা চলছে। এরই মধ্যে ৪/৫টি বোমা নিস্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট। সেখানে ৩০ থেকে ৩৫টি বোমা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে বা কারা বোমাগুলো, কি উদ্দেশ্যে এখানে এনে রেখেছে তা তদন্তের পর বলা যাবে।
উত্তরার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলের পর বোমা উদ্ধারে পুলিশের পাশাপাশি বিশেষজ্ঞ দল আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলের পর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডে বোমার সন্ধান পায় আইন-শৃঙ্খলা বাহিনী। প্রথমে থানা পুলিশ এরপর র্যাব এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে।