শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৯, ২২ নভেম্বর ২০২০  
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

ছবি: সংগৃহীত

ঢাকা(২১ নভেম্বর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর  প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী  প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই সাক্ষাৎ করেন তারা।

শনিবার গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রধানের হাতে সশস্ত্র বাহিনী দিবসের স্মারক বই তুলে দেন

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিসহ বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীর  প্রশংসা করেন। বিশেষ করে করোনা মহামারির শুরু  থেকে এ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধানের হাতে সশস্ত্র বাহিনী দিবসের স্মারক বই তুলে দেন

 
এ সময় উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)  লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর  জেনারেল নকিব আহমদ চৌধুরী।

প্রধানমন্ত্রী বিমানবাহিনীর প্রধানের হাতে সশস্ত্র বাহিনী দিবসের স্মারক বই তুলে দেন
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়