অদেখা দুই আলোকচিত্রে প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সালমান এফ রহমানে ফেসবুক পেজ থেকে নেওয়া
ঢাকা (২২ নভেম্বর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদেখা দুটি আলোকচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুটি আলোকচিত্রের একটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী সাধারণ বাঙালী নারীদের মতো সেলাই মেশিন চালিয়ে কাপড় সেলাই করছেন। অন্যটিতে লেকের পাড়ে মাছ আটকে থাকা বড়শি হাতে তিনি দাঁড়িয়ে আছেন।
সরকারের বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও প্রেস উইংয়ের সদস্যরা এই দুটি আলোকচিত্র এরইমধ্যে নিজ নিজ পোফাইল ও পেজে শেয়ার করেছেন।
পাশাপাশি আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকচিত্র দুটি শেয়ার করে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের কথা তুলে ধরেছেন।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও আলোকচিত্র দুটি শেয়ার করা হয়েছে। ওই পোস্ট শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।
অতিমারি করোনাকালে নিজের প্রতিদিনকার জীবনযাপনে কিছু পরিবর্তন এনেছেন বলে গত সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে জানিয়েছিলেন। এসময় তিনি জানান, সকালে নিয়মিত হাঁটাহাঁটির পাশাপাশি কাজের ফাঁকে গণভবনের লেকে বড়শি ফেলে মাছ ধরার কথা। সেই লেকের পাড়ে প্রধানমন্ত্রীর মাছ ধরা এবং তার সেলাই মেশিন চালানোর ছবি শনিবার সন্ধ্যার পর ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই দুটি আলৈাকচিত্র শেয়ার করে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মিলিয়নের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন, এর মাঝেও তিনি রান্না করা, মাছ ধরা ও সেলাই করার সময় পান।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি তার ফেসবুকে প্রোফাইলে শেয়ার করে লিখেছেন, “ক্যাপশন দেবার মতো বিদ্যা আমার নেই।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিছেছেন,‘সাধারণ বাঙালি নারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা। নানা ব্যস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে।
সব হারিয়ে দেশের জন্য সারা দিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’