ব্যারিষ্টার রফিকের জানাজা বাদ জোহর, বিকালে দাফন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(২৪ অক্টোবর): দেশের খ্যাতনামা জ্যেষ্ঠ আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল হকের জানাজা আজ শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। বিকালে বনানী করবস্থানে তাকে দাফন করা হবে। আদ-দ্বীন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ এতথ্য জানান।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ পল্টনের বাড়িতে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহে নেয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেয়া হবে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজার পর বিকালে ব্যারিস্টার রফিককে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে আকাশ জানান।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।