Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
এসএমই খাতে ডিজিটাল প্রযুক্তির রূপান্তর বদলে দেবে দেশের অর্থনীতি

রোববার

২৪ নভেম্বর ২০২৪


১০ অগ্রাহায়ণ ১৪৩১,

২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এসএমই খাতে ডিজিটাল প্রযুক্তির রূপান্তর বদলে দেবে দেশের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫১, ১৮ অক্টোবর ২০২০  
এসএমই খাতে ডিজিটাল প্রযুক্তির রূপান্তর বদলে দেবে দেশের অর্থনীতি

ঢাকা(১৭ অক্টোবর): এসএমই খাতের সাথে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স ভিত্তিক এসএমই হাব তৈরির মাধ্যমে সমৃদ্ধ হতে পারে দেশের অর্থনীতি। 


দেশের প্রযুক্তিবিদ, নীতি-নির্ধারক মহল, এনজিওকর্মী এবং দেশের সেরা শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে ‘বাংলাদেশের এসএমই খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিতকরণ’ শীর্ষক অনলাইনে আয়োজিত এক ব্রেইনস্টর্মিং অধিবেশনে বক্তারা এমন মন্তব্য করেন। 

করোনা মহামারির কারণে দেশের ÿুদ্র ও মাঝারি শিল্পে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ এবং ÿুদ্র ও মাঝারি শিল্পে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এটুআই এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর যৌথ উদ্যোগে শনিবার অনলাইন ব্রেইনস্টর্মিং অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে।

এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনির চৌধুরী-এর সঞ্চালনায় অধিবেশনের প্যানেল ডিসকাশন পর্বটি অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম-এর প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স (সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন) শেখ তানজিব ইসলাম এবং প্রতিষ্ঠানটির ভারত ও দক্ষিণ এশিয়ার কমিউনিটি স্পেশালিস্ট সুচি কেদিয়া। 

অধিবেশনের প্যানেল আলোচনায় বক্তরা বলেন, মূল অর্থনৈতিক খাতের সাথে ডিজিটালাইজেশন-এর সমন্বয় ঘটলে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। এখাতকে সমৃদ্ধ করতে হলে আঞ্চলিকভাবে সমন্বয় করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংগঠন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় সাধন করা গেলে স্থানীয় পরিসর থেকে জাতীয় পরিসরে পরিবর্তন করা সম্ভব।

বক্তারা দেশের এসএমই খাতের সমৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ, প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল সেবা নিশ্চিতকরণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, ই-কমার্স খাতের সাথে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং ডিজিটাল এসএমই হাব তৈরির ব্যাপারে গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা এ সময় উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণ, তাদের মাঝে নেটওয়ার্কিং তৈরি এবং পণ্য উৎপাদন ও বিপণনে পৃষ্ঠপোষকতার প্রতি আহ্বান জানান।      

অধিবেশনের প্যানেল ডিসকাশন পর্বে অংশগ্রহণ করেন বিডিজবস ডট কম ও আজকের ডিল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ওয়ার্ল্ড ব্যাংক-এর এডুকেশন স্পেশালিষ্ট টিএম আসাদুজ্জামান, ইউনিসেফ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার (জেনারেশন আনলিমিটেড বাংলাদেশ) ম্যারিনি অহলার্স, সমাজসেবা অধিদফতর-এর অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংক-এর মহাব্যবস্থাপক (স্পেশাল  প্রোগ্রাম) হুসনে আরা শিখা, বাংলাদেশ ÿুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) আব্দুস ছালাম এবং ÿুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন-এর ম্যানেজিং ডিরেক্টর শফিকুল ইসলাম। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়