জন্মাষ্টমীতে কোনো প্রকার শোভাযাত্রা বা মিছিল করা যাবে না
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৯ আগস্ট): মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান পূর্বের দেওয়া বিধি-নিষেধ বহাল থাকায় শুভ জন্মাষ্টমীতে কোনো প্রকার শোভাযাত্রা, র্যালি, মিছিল না করতে বলা হয়েছে।
আজ রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান পূর্বের দেওয়া বিধি-নিষেধ বহাল থাকবে। একই সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে।