Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রোহিঙ্গা সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গুরুত্বারোপ ইইউ’র

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গুরুত্বারোপ ইইউ’র

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:২৬, ৩ ডিসেম্বর ২০২০  
রোহিঙ্গা সংকট সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গুরুত্বারোপ ইইউ’র

ছবি: বাসস

ঢাকা (২ ডিসেম্বর): বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসিয়ে তেরিঙ্ক বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধানের লক্ষ্যে সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে প্রচেষ্টা চালাতে হবে। বুধবার রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন-ডিক্যাব সদস্যদের সাথে পাঁচটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত আরো বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে দাঁড়াতে হবে।’ রোহিঙ্গা সংকটের বিষয়ে মিয়ানমারের সঙ্গে ইইউ’র সীমিত সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু ইউরোপীয় ইউনিয়ন একাই মিয়ানমারের উপর চাপ বাড়াতে পারে না।

চীন, ভারত ও আসিয়ান দেশগুলোর এই সংকট সমাধানে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করা উচিৎ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘(এই সংকট সমাধানে) এটি শুধু ইইউ’র দিকে আঙ্গুল তোলার বিষয় নয়, অন্য দেশগুলোর দিকে তাকান, তারা কোথায়, সকলের একসঙ্গে কাজ করা প্রয়োজন।’ তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোফি আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে এবং ইইউ এই সঙ্কটের সমাধানের জন্য সেই দিকনির্দেশনা অনুসরণ করছে।

বাস্তুচ্যুত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় উল্লেখ করে তেরিঙ্ক বলেন, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আরো বেশি কিছু করা যেতো এবং এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই। ইইউ’র প্রতিনিধি দলের প্রধান বলেন, ইউরোপীয় ইউনিয়ন এই সংকট সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তুচ্যূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের সবচেয়ে ভাল সমাধান বলে ইইউ বিশ্বাস করে।

ভাষানচরে রোহিঙ্গাদের সরিয়ে নেয়ার বিষয়ে ইইউ দূত দ্বীপটিতে জাতিসংঘের কারিগরি ও মানবিক সুরক্ষা টিমের পরিদর্শনের আগে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মানবিক দিক বিবেচনা করে মিয়ানমারের বাস্তুুচ্যূত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় তেরিঙ্ক বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, ইইউ রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী বাংলাদেশী জনগোষ্ঠীর জন্যও তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা ‘ডি-ক্যাব টক’ শীর্ষক এই মতবিনিময় সভায় অংশ নেন। ডিক্যাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি ও সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইইউ দূতগণ ইইউ-বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক এবং অভিবাসন ইস্যুসহ ব্যাপক বিষয় নিয়েও আলোচনা করেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়