গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মীর জামিন বহাল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (৩ ডিসেম্বর): ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ৯টি স্থানে বাস পোড়ানোর একাধিক মামলায় বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে তাদের জামিন বহাল রাখার এ রায় দেন আদালত।
এর আগে, ১৮ নভেম্বর গাড়ি পোড়ানোর একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ নেতাকর্মীর আগাম জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। ওই দিন সকালে এ সব মামলায় হাইকোর্টের কাছে আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
১২ নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা-১৮ আসনের উপনির্বাচন। এ দিন বিকালে রাজধানীর ৯টি স্থানে বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়।
এর মধ্যে সাতটি মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন, ঢাকা-১৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী এস এম জাহাঙ্গীর হোসেনকে।