করোনায় ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৭ ডিসেম্বর): সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ১ হাজার ১৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনে।
এ সময়ে ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৭৬টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৯১টি। শনাক্তের হার ৮ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৬ জনের মধ্যে ঢাকায় ২০জন, চট্টগ্রামে ৮জন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, সিলেটে একজন, রংপুরে তিনজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন। মৃতদের সধ্যে ২৭জন পুরুষ এবং নয়জন নারী। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জনে।