বাজারে আসছে নতুন টমেটো
নিজস্ব আলোকচিত্রী || বিজনেস ইনসাইডার
পাল্লা ভর্তি টমেটো হাতে একজন ব্যবসায়ী, ছবি: বিজনেস ইনসাইডার
বৃহস্পতিবার (৭ জানুয়ারি): বগুড়ার ধুনট উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৫ লাখ মণ টমেটো উৎপাদন হয়েছে। এক বিঘা জমিতে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করে উৎপাদন হয় ২০০ মণ টমেটো।
ধুনট উপজেলার পাঁচথুপী গ্রামে বিখ্যাত ‘টমেটো হাট’ হয়েছে। সপ্তাহে দু’দিন এ হাটে কৃষকরা তাদের উৎপাদিত টমেটো নিয়ে আসে বিক্রি করতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে এই হাট থেকে টমেটো ক্রয় করেন।
প্রতিমণ টমেটো বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। প্রত্যেক হাটে প্রায় ৫ হাজার মণ টমেটো বিক্রি হয়ে থাকে। কৃষকের কাছ থেকে কেনা টমেটো ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠাতে প্রক্রিয়াজাত করছেন ব্যবসায়ীরা। ছবিগুলো বৃহস্পতিবার তোলা হয়েছে।