সড়কে গণপরিবহনে শৃঙ্খলা ফেরেনি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: মোঃ মাঈনুল আহসান
নিরাপদ সড়ক আন্দোলন ভুলে গেছে সবাই। আন্দোলনের প্রতিশ্রুতিগুলোও কারও মনে নেই। ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে, সড়কে শৃঙ্খলতা আনতে সরকার নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু আজও সড়কে ফেরেনি শৃঙ্খলা। এখনো বেপরোয়া গাড়ি চালকরা। নিজেদের মাঝে প্রতিযোগিতায় লিপ্ত গণপরিবহন গুলো। এই প্রতিযোগিতার ফলে প্রায়ই চোখে পড়ে দুই বাসের মাঝে আগে যাওয়ার প্রবণতা। এই প্রবণতা থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। কখনো কখনো ভাঙছে কাঁচ, গাড়ি বাধিয়ে দিচ্ছে সড়কের ডিভাইডারে। প্রতিদিনই খবর আসছে প্রাণহানির।
রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে ছবি তুলেছেন মোঃ মাঈনুল আহসান।