‘নো মাস্ক, নো সার্ভিস’
|| বিজনেস ইনসাইডার
আসন্ন শীতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সম্প্রতি ‘নো মাস্ক, নো সার্ভিস’ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন। কিন্তু বাস্তব চিত্র একেবারেই অন্যরকম। নির্দেশনার ৫ দিন অতিবাহিত হলেও মাস্ক ছাড়াই দোকানিরা কেনাবেচা করছেন। অনেক ক্রেতাকে দেখা গেছে, মাস্ক থাকলেও তা মুখের নিচে ঝুলে থাকতে। অনেককে দেখা গেছে মাস্ক হাতে নিয়ে ঘুরতে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নিউমার্কেট, গাউসিয়া, মাল্টিপ্ল্যানসহ আরও কয়েকটি শপিং মলে সরেজমিন ঘুরে এই চিত্র দেখা গেছে। মেগা শপিংমল গুলোতে কিছু পদক্ষেপ নিলেও, নিউমার্কেটের মতো লোক সমাগমপূর্ণ জায়গায় চোখে পড়েনি এমন কোন পদক্ষেপ।
রবিবার ঢাকার বিভিন্ন মার্কেট ঘুরে ছবি তুলেছেন আমাদের আলোকচিত্রী মাঈনুল আহসান।
সরকারি নির্দেশনা অনুযায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে প্রায় প্রতিটি শপিংমলের প্রবেশ পথে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ও ‘নো মাস্ক, নো এন্ট্রি’ লেখা সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে।
ঢাকা নিউ মার্কেটে মাস্ক ছাড়া সার্ভিস না, এমন পোস্টার থাকলেও কার্যত উল্টো চিত্রই দেখা যায়। ক্রেতা বিক্রেতা কেউই পড়ছেন না মাস্ক।
মেগা শপিং মলগুলোতে নো মাস্ক নো এন্ট্রি কিছুটা মানা হলেও, অন্যান্য জায়গায় নেই কোন তোড়জোড়।
ক্রেতার মাস্ক থাকলেও বিক্রেতার মাস্ক নেই। নেই স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা। নিউমার্কেট ও এর আশপাশের প্রায় সকল দোকানেই একই চিত্র। গাউছিয়া মার্কেট থেকে তোলা এই ছবিটি।
মাস্ক ছাড়াই চলছে বেচাকেনা। ছবিটি গাউছিয়া মার্কেটে তোলা।