মানিকগঞ্জে সরিষা ক্ষেতে মধু চাষে ব্যস্ত কৃষক
নিজস্ব আলোকচিত্রী || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (১৪ জানুয়ারি) : সরিষা ক্ষেতের পাশে থাকা মৌচাকের যত্ন নেওয়া ও মৌচাক থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রামের চাষীরা। যেসব এলাকায় সরিষা চাষাবাদ হয়েছে সেসব এলাকার সর্বত্র এখন ছেয়ে আছে উজ্জ্বল হলুদ সরিষার ফুলে ।
শীতকালীন ফসল সরিষার ক্ষেতে মৌমাছি পালন একদিকে যেমন ফলন বাড়িয়ে দেয় অন্যদিকে কমে আসে উৎপাদন ব্যায়। ফলে একই জমিতে সরিষা ও মৌমাছি পালনের সমন্বিত চাষ লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর চাষাবাদও বেড়েছে। বসন্তের শুরুতে জমিতে সরিষার বীজ বুনতে হয়। দেশের কৃষকরা বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষের দিকে সরিষা চাষ করেন।
ছবিগুলো মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান গ্রাম থেকে তোলা হয়েছে।