সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(১৪ জানুয়ারি): সাকরাইন পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর বাংলা পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয়। প্রতিবারের মত এবারো পালিত হচ্ছে সাকরাইন।
বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার আকাশ ছেঁয়ে যায় নানা রঙ ও ঢঙের ঘুড়িতে। আর সন্ধ্যা নামতেই আকাশজুড়ে ছিল আতসবাজি, ফানুশ ও আলোর ঝলকানি। সন্ধ্যার ঠিক পরেই শুরু হয় কেরোসিন মুখে নিয়ে আগুনের লেলিহান খেলা। আগুন মুখে নিয়ে এ খেলা বিপদজনক হলেও বেশ ঘটা করেই পালন হয় এই উৎসবটি।