ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ নেই সাধারণ পথচারীদের
নিজস্ব আলোকচিত্রী || বিজনেস ইনসাইডার
ফুটওভারব্রীজ ব্যবহারে পথচারীদের আগ্রহ নেই। সরকারি ও বেসরকারিভাবে রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহারে নানা ধরনের সচেতনতা কার্যক্রম নেওয়া হলেও কার্যত তা কোন কাজে আসেনি। বরং রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহারে অনীহাই সবচেয়ে বেশি দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে দেখা গেছে, রাস্তা পারাপারে বেশিরভাগ মানুষই ওভারব্রীজ ব্যবহার করছেন না। এরচেয়ে ব্যস্ত রাস্তায় হাত উঁচিয়ে পারাপারের সংখ্যা অনেক বেশি। এমনকি রাস্তা পারাপারে সিগন্যাল বাতি বা জেব্রা ক্রসিং দিয়ে পারাপারের যে নিয়ম রয়েছে তাও মানা হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে সায়েন্সল্যাব এলাকা থেকে পথচারীদের রাস্তা পারাপারের এই ছবিগুলো তুলেছেন মেহেদী হাসান।
ফুটওভারব্রিজ থাকার পরেও পারাপারে রাস্তাই ব্যবহার করছেন পথচারীরা।
প্রধান সড়কে জীবনের ঝুঁকি নিয়েই দ্রুতগতির বাসের সামনে দৌড়ে পার হচ্ছেন অনেকেই।
রাজধানীর অন্যতম ব্যস্ততম মিরপুর সড়কের মাঝখানে দাঁড়িয়েই রিক্সা ঠিক করছেন এই পথচারী। সায়েন্সল্যাব এলাকা থেকে তোলা ছবি ।
চলন্ত দ্রুতগতির গাড়ির সামনে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এক পথচারী।
চলন্ত দ্রুতগতির গাড়ির সামনে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা।
সিগন্যাল বাতি থাকলেও পথচারীদের অনেকই হাত দেখিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন।