হকারদের দখলে রাজধানীর ফুটপাত, ফুটওভার ব্রীজ ও রাস্তা
|| বিজনেস ইনসাইডার
ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একাধিকবার রাজধানীর ফুটপাত,ফুটওভার ব্রিজ ও রাস্তা দখল মুক্ত করতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও দৃশ্যপট কার্যত পাল্টায়নি। বরং দিন দিন এই দখলদারিত্ব ক্রমেই বেড়ে চলছে। বর্তমান ঢাকার ফুটপাত, ফুটওভার ব্রিজ দখলের চিত্র আগের মতোই। সোমবার রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তা দখল করে পণ্য বেচাকেনার ছবি তোলেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।
সকাল হতেই ফুটওভার ব্রিজে প্রবেশ পথে পণ্যের পসরা সাজাচ্ছেন এক হকার।
হকারদের দখলে থাকায় ফুটওভার ব্রীজে পথচারীদের হাঁটাচলায় নানা ভোগান্তি পোহাতে হয়।
ফুটওভার ব্রিজের উপরে ঘরসজ্জার সরঞ্জাম সাজিয়ে বসেছেন এক হকার।
ফুটওভার ব্রিজে এক ক্রেতা তার পছন্দের পন্য দেখাচেছন।
ফুটওভার ব্রিজের নিচের পশ্চিম পাশের রাস্তার অধিকাংশ দখল করে জুতোর দোকার বসিয়েছেন হকাররা। ফলে যান চলাচলে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মিরপুর রোডের পূর্ব পাশের ফুটপাত দখল করে বেচাকেনা করছেন হকার। এরফলে পথচারী চলাচলের জায়গায় সংকীর্ণ হয়ে পড়েছে।