শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আগুনে নিঃস্ব কালশী বস্তিবাসি

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৪, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ০১:০৫, ২৬ নভেম্বর ২০২০
আগুনে নিঃস্ব কালশী বস্তিবাসি

আগুনে নিঃস্ব কালশী বস্তিবাসি

চব্বিশ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে পুড়লো আরো একটি বস্তি। রাজধানী মিরপুরের কালশী বাউনিয়াবাঁধ পুকুরপাড় বস্তিতে রাত সোয়া দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।এতে প্রায় ৪৩টি ঘর ও  ১২টি দোকান নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় ।

বাউনিয়া বস্তিতে নিম্ম আয়ের মানুষ বসবাস করে । মূলত ভ্যান চালক, রিক্সাচালক ও কম আয়ের মানুষ স্বল্প টাকায় ঘড় ভাড়া নিয়ে থাকেন। এই বস্তিতে প্রায় দুই শর মত টিনের ঘর আছে ।এ অগ্নিকান্ডের ফলে অনেকেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন ও অনেকে হারিয়েছেন তাদের শেষ সম্বল।

বুধবার সকালে ছবি গুলো তুলেছেন আমাদের আলোকচিত্রী এইচ রহমান ।

আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব এক ব্যাক্তি সন্তান কোলে নিয়ে অবাক হয়ে দেখছেন ঘরের জিনিস পত্র

ঘরের ফ্যানটিও পুড়ে ছাই হয়েছে তবুও খুঁজে দেখছেন কিছু পাবার আশায়

পুড়ে কালো হয়ে দুমরে মুচরে যাওয়া নিজের ঘরের টিন সরিয়ে একত্রে রাখছেন এক বস্তিবাসি

বস্তির আগুনে ঘর পুড়ে গেলেও দুমরেমুচরে যাওয়া টিন খুঁজে বের করছেন এক ব্যক্তি

পুড়ে যাওয়া বস্তি নির্বাক হয়ে দেখছেন ক্ষতিগ্রস্থ পরিবার ও আশপাশের উৎসুক জনতা

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়