গণপরিবহন চালুর আগে ধোয়া-মোছার কাজে শ্রমিকদের ব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গণপরিবহন চালুর আগে ধোয়া-মোছার কাজে শ্রমিকদের ব্যস্ততা। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (১০ আগস্ট): চলমান কঠোর বিধিনিষেধ শেষে আগামীকাল বুধবার থেকে গণপরিবহন চলবে। আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে সড়ক, রেল ও নৌরুটে গণপরিবহন চলাচল করতে পারবে। ফলে বাস, ট্রেন, লঞ্চ দীর্ঘ ১৯ দিন বন্ধ থাকার কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ডে দেখা যায়, পরিবহণ শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।