ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প
|| বিজনেস ইনসাইডার
ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প
ঢাকার ধামরাইয়ের কাঁসা-তামা শিল্প এক সময় ছিল বিশ্বনন্দিত। কারিগরের কাজের জৌলুসের আলোতে ঝলমল করত উপজেলার পথ-প্রান্তর। সে সময় ৩৩টি গ্রামে দু’শতাধিক কাঁসা, তামা, পিতলের কারখানা ছিল। সময়ের পরিবর্তনে দেশে কাচ,মেলামাইন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় বিলুপ্ত হতে বসেছে কাঁসাশিল্প। ১৪-১৫ বছরে আমদানি করা কাঁচামালের বিভিন্ন উপকরণের দাম বেড়েছে প্রায় তিনগুণ। বাধা পেরিয়ে পৈতৃক পেশাটি আঁকড়ে আছেন কিছু অদম্য মানুষ। ছবিগুলো তুলেছেন আমাদের আলোকচিত্রী এইচ রহমান।