বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৩৯, ৮ ডিসেম্বর ২০২০  
দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ

দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ

দ্রুতগতিতে এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ। মোট ২০. কিলোমিটা্রের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এই অংশে এখন চলছে রেললাইনের স্লিপার হুক বসানোর কাজ। অপরদিকে আগারগাও থেকে ফার্মগেট হয়ে মতিঝিলের উদ্দেশ্যে চলে যাওয়া লাইনের কাজও হচ্ছে দ্রুতগতিতে। পিলার বসানো হয়ে গেছে বেশিরভাগ জায়গায়। এখন স্প্যান বসানোর প্রস্তুতি চলছে।

এছাড়া চলছে সাব স্টেশন নির্মানের কাজ। পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া শেওড়াপাড়া স্টেশনের নির্মাণ কাজ চলছে।

মেট্রোরেলের চলমান কাজের দৃশ্যমান অংশে ইতিমধ্যেই স্লিপার হুক লাগানো হয়ে গেছে।

মেট্রোরেলের প্রধান স্থাপনার নিচে নির্মানাধীন সবস্টেশন। ছবিটি মিরপুর ১০ নাম্বার থেকে তোলা।

মিরপুর ১০ এর নির্মানাধীন সবস্টেশনের ভেতর দিয়েই চলাচল করছে যানবাহন

আরও একটি স্প্যান বসানোর সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।ছবিটি মিরপুর ১০ নাম্বার থেকে তোলা।

দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে সারাবেলাই চলছে কর্মযজ্ঞ। ছবিটি আগারগাঁও থেকে তোলা।

সংযোগ করা হচ্ছে নতুন স্প্যান। ছবিটি আগারগাও থেকে তোলা।

আগারগাঁওয়ের এই অংশ থেকে মতিঝিল পর্যন্ত বেশিরভাগ জায়গায় বসানো হয়ে গেছে পিলার।

ফার্মগেট থেকে কাওরান বাজারের মূল সড়কে পিলার বসানো প্রায় সম্পন্ন।দ্রুতই শুরু হবে স্প্যান বসানোর কাজ।

 

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়