আবুধাবি টি১০ লিগে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার
ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৪ ডিসেম্বর): সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আবুধাবি টি১০ লিগের আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। বুধবার রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্লেযার ড্রাফটে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর ইউএনবি।
২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবির শেষ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের জন্য মারাঠা অ্যারাবিয়ানস প্রথম দল হিসেবে বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে তাদের দলে ভেড়ায়।
এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তরুণ পেসার তাসকিন আহমেদ ও বোলিং অল রাউন্ডার মুক্তার আলীকে তারা দলে নেয়।
আরেক দল বাংলা টাইগার্স তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব এবং শেখ মেহেদী হাসানকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। এছাড়া এক সময়ে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য অলরাউন্ডার নাসির হোসেনকে কিনে নিয়েছে পুনে ডেভিলস।
দুটি গ্রুপে মোট আটটি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। এ গ্রুপে রয়েছে মারাঠা অ্যারাবিয়ানস, বাংলা টাইগার্স, দিল্লি বুলস ও নর্দান ওয়ারিয়র্স। আর বি গ্রুপে রয়েছে ডেকান গ্লাডিয়েটর্স, কালান্ডার্স, টিম আবুধাবি ও পুনে ডেভিলস।