বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(০২ জানুয়ারি): জিম করতে গিয়ে হঠাৎ করে বুকে ব্যাথা করায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)এর সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার সকালে কলকাতার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকা।
পরিবারের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, সৌরভ নিয়মিত জিম করেন। শনিবার জিম করার আগে সকালে প্রথমে পিঠে ব্যাথা অনুভব করেন। পরে তিনি মাথা ঘুরে পড়ে যান। এর আগে বুকে ব্যাথা হচ্ছিলো বলে জানান তিনি। সৌরভের দাদা ¯েœহাশিস জানান, সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল। হাসপাতালে তার স্ত্রী ডোনাও আছেন।
এদিকে, সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় লেখেন, জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওর দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া সৌরভের খোঁজ নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেছেন।
জানা গেছে, শনিবার সকালে জিম করতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ক আচমকা অজ্ঞান হয়ে যান। এসএসকেএমের চিকিৎসক সরোজ মন্ডল তাকে পরীক্ষা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত তার অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।সব পরীক্ষার পরে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আরো বিস্তারিত জানাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শনিবার সকালে প্রথমে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালের ইমার্জেন্সিতে। সেখান থেকে ধীরে ধীরে ওয়ার্ডে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।