ঢাকায় প্রথম আন্তর্জাতিক ম্যারাথন শুরু
ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: পিআইডি
ঢাকা (১০ জানুয়ারি): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশে প্রথমবারের মতো আয়োজন করেছে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা। আজ রাজধানীতে শুরু হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১'। খবর ইউএনবি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ভোর ৬টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন। এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফুল ও হাফ দুটি বিভাগে প্রতিযোগিতায় মরক্কো, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, ফ্রান্স, বাহরাইন, বেলারুশ, লেসোথো, ভারত, নেপাল ও মালদ্বীপের প্রায় ২০০ এবং বাংলাদেশের ১৬৫ অ্যাথলেট অংশ নিচ্ছেন।
এছাড়াও একই দিনে একটি ডিজিটাল ম্যারাথনও শুরু হচ্ছে এবং তা ৭ মার্চ পর্যন্ত চলবে। এখানে বিশ্বের অনেক অ্যাথলেট অ্যাপের মাধ্যমে অংশ নেবেন।
ম্যারাথন দল সকাল ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করে। ফুল ম্যারাথনের দূরত্ব ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার। একই স্থান থেকে সকাল ৬টা ৪০ মিনিটে শুরু হয় হাফ ম্যারাথন। এর দূরত্ব ২১ দশমিক ৩৯৭ কিলোমিটার।
এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার ডলার, রানার আপ ১০ হাজার ডলার ও তৃতীয় স্থানের জন্য পাঁচ হাজার ডলার করে অর্থ পুরস্কার থাকবে।
দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের চ্যাম্পিয়নরা পাঁচ লাখ, রানার আপ চার লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবেন।
এছাড়াও এলিট গ্রুপের হাফ ম্যারাথনের চ্যাম্পিয়ন ২ হাজার ৭৫০ ডলার এবং স্থানীয় চ্যাম্পিয়ন ২ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার পাবেন।