‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ ২০২১’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজি সিরিজের সব খেলার স্বত্ত্ব বেনটেকের
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্বত্ত্ব কেনা ও সম্প্রচারের বিষয়ে সংবাদ সম্শেরণ করেন বেনটেকের কর্মকর্তারা, বিজনেস ইনসাইডার
ঢাকা (১৮ জানুয়ারি): ‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ ২০২১’ এর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২টি টেস্ট ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে বেনটেক লিমিটেড। সোমবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত ’অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি স্পোর্টস এর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান এবং নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।
অনুষ্ঠানে বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টি স্পোর্টস এবং নাগরিক টিভিকে ধন্যবাদ জানান। তিনি ‘বঙ্গবন্ধু সিরিজ ২০২১’ সফল ভাবে সম্প্রচারের প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে থেকে এ ধরনের কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে খেলাগুলো অনুষ্ঠিত হবে।