Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৬, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:৫৪, ২৩ জানুয়ারি ২০২১
ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়

দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয়ী বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা (২২ জানুয়ারি): ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয়ী হয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুরে ব্যাট-বলের অসাধারণ নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়ে সিরিজ জয় করেছে তামিম ইকবালের দল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ১০০ বল আগে মাত্র ৩ উইকেট হারিয়ে। ১৬.৪ ওভার এবং ৭ উইকেট হাতে রেখেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত হয়ে যায়। সাকিব ৪৩* এবং মুশফিক ৯* রানে অপরাজিত থাকেন।

শুক্রবারের লড়াইয়ে মেহেদি হাসান মিরাজ নিয়েছেন চারটি উইকেট। আর অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন দুটি করে উইকেট।

২৫ জানুয়ারি সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

এর আগে ২০১৮ সালে দুই বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। একটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং অন্যটি দেশের মাটিতে। দুটি সিরিজই ছিল ৩ ম্যাচের। বাংলাদেশ দুটি সিরিজই জিতেছিল ২-১ ব্যবধানে। এবার এক ম্যাচ হাতে রেখেই করোনা পরবর্তী প্রথম সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে এবার এসেছে হ্যাটট্রিক সিরিজ জয়। সব মিলে ক্যারিবীয়দের বিপক্ষে ৫টি সিরিজ জিতল টাইগাররা।

স্কোর: বাংলাদেশ ১৪৯/৩ (৩৩.২ ওভার)
ব্যাটিং: সাকিব ৪৩, মুশফিক ৯।
ওয়েস্ট ইন্ডিজ ১৪৮/১০

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়